Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পেশাজীবি সংগঠন

১। আমরা সুন্দর সমাজ গড়িব।

২। ইপশিত সংগঠন।

৩। রছুল্লাবাদ অব: কল্যান সংগঠন।

বর্ণনা:একটি দেশের উন্নয়ন ও সেবামূলক কাজে পেশাজীবীদের অবদান অনস্বীকার্য। তাঁরা দেশের উন্নয়ন, কৃষি, যোগাযোগ, শিক্ষা, অবকাঠামো, স্বাস্থ্য, জনকল্যাণ, প্রশাসন, নিরাপত্তা ইত্যাদি খাতে নিরলস কাজ করে যাচ্ছেন।
পেশাজীবীরা তাঁদের পেশার স্বার্থে এবং নিজেদের কল্যাণে সংগঠন করবেন, যা তাঁদের গণতান্ত্রিক অধিকার। আমাদের দেশে চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ, আমলা, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক—প্রত্যেক পেশাজীবীর পৃথক সংগঠন আছে। এ ধরনের সংগঠনগুলো সম্পূর্ণ অরাজনৈতিক।পেশার স্বার্থে পেশাজীবীরা নিয়মতান্ত্রিক উপায়ে সরকারের কাছে দাবিদাওয়া পেশ করবেন। পেশার কল্যাণের জন্য কাজ করবেন, এটাই স্বাভাবিক। তা ছাড়া পেশাজীবী সংগঠনগুলো দেশের সার্বিক উন্নয়ন, উৎপাদনশীলতা এবং জনগণের সেবার স্বার্থে গবেষণা, সেমিনার-সিম্পোজিয়াম, প্রশিক্ষণ ইত্যাদির ব্যবস্থা করে থাকে।
ইদানীং দেখা যাচ্ছে, পেশাজীবী সংগঠনগুলোর প্রতিনিধিরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্ত হয়ে স্বকীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। প্রায় পেশাজীবী সংগঠন রাজনৈতিক দলের অঙ্গসংগঠন হয়ে কাজ করছে। পেশার প্রতি বিশ্বস্ত ও নিষ্ঠাবান থাকছে না।
পেশাজীবী সংগঠনগুলোর নির্বাহী পরিষদে যাঁরা থাকেন, তাঁরা সরাসরি রাজনৈতিক দলের আজ্ঞাবহ হয়ে কাজ করে থাকেন।